নরসিংদী জেলা পুলিশের বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২২) আগস্ট ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলা সফরকালে নরসিংদী জেলায় যাত্রাবিরতি করেন। ডিআইজি, ঢাকা রেঞ্জ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।পরবর্তীতে ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে বিশেষ সভায় অংশগ্রহণ করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।