কাগজপত্রের বৈধতা না থাকায় নরসিংদীতে দুইটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী সদরের বাসাইল এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া।বন্ধ হওয়া ডায়াগনস্টিক সেন্টার দুটো হলো, রেনেসাঁ ট্রমা সেন্টার ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া জানান, কাগজপত্রের বৈধতা না থাকায় বাশাইল এলাকার রেনেসাঁ ট্রমা সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণার পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টার নামে আরও একটি প্রতিষ্ঠানকে বন্ধ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আশরাফুল ইসলাম ও অন্য ডাক্তারদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।