মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আবুধাবিতে রোববার ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ।এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা জিতল বাংলাদেশ।ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ।রান তাড়া করতে নেমে আইরিশরা থেমে যায় ৯ উইকেটে ১১৩ রান তুলতেই। বাছাইপর্বের ফাইনালে উঠেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।