“জলাতঙ্কে মৃত্যু আর নয়,সবার সাথে সমন্বয়”।বিশ্ব জলাতঙ্ক দিবসে এবারের এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে উদযাপন করা হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস”।দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সফিকুল আলম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজা খানম ইউসুফজী ও ডাঃ নিয়াজ মোর্শেদ প্রমুখ।সভায় বক্তারা জলাতঙ্কের কারণ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।