নরসিংদীর ঘোড়াশালে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন হয়েছে।
মঙ্গলবার ১৮ অক্টোবর বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে ঘোড়াশাল পৌরসভার অডিটোরিয়ামে কেক কাটা ও প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেন।
এতে বিভিন্ন প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ গ্রহন করেন।ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী পিএএ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর প্যানের মেয়র মোঃ কবির হোসেন,মোঃ ফরহাদ হোসেন,কাউন্সিলর মোঃ সারোয়ার হোসেন,মোঃশহিদুল ইসলাম রুমেল,মোঃজুলহাস মিয়া,মোঃবিল্লাল হোসেন,মোঃনুরুল ইসলাম,মোঃজাহিদ হাসান,পৌর কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালেয়র শিক্ষার্থী,শিক্ষক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদার।পরবর্তীতে বক্তৃতা প্রতিযোগি ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন মেয়র ও অতিথিরা।