গাজীপুরের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা (২৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃধার ছেলে ও খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী।রবিবার ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে এ দুর্ঘটনা ঘটে।নিহতের স্বজনরা জানান, আজ সকালে নিজ বাড়ি খানেপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসার মালামাল ক্রয় করতে ঢাকার উদ্দেশ্য বের হয় রাসেল মৃধা।পরে বেলা ১১টায় দিকে কালীগঞ্জের মূলগাঁও এলাকার খানাবাড়ী নামক মাদরাসার সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের এক দ্রুতগামী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়।রাসেল মৃধাকে কালীগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান,হাসপাতালে আনার পূর্বে তাঁর মৃত্যু বরণ হয়েছে।কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।