1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ডা: দিলীপ-সম্পাদক কামরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মে, ২০২২

নরসিংদীর পলাশ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসী রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে আসার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ড.আব্দুর রাজ্জাক। তিনি আজ সোমবার পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পলাশ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।আগামী নির্বাচন হবে একটা নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন কমিশনের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্বাচন কমিশনকে সর্বাত্বক সহযোগিতা করবেন। তাই মন্ত্রী বিএনপিকে মানুষ হত্যা এবং সন্ত্রাসী রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে এসে নির্বাচন করার আহবান জানান।

পলাশ উপজেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এড.এ.বি.এম রিয়াজুল কবির কাউছার, লে. কর্নেল (অব:) নজরুল ইসলাম হিরু এমপি, তামান্না নূসরাত বুবলী এমপি ও পলাশের সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন,পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার। এছাড়াও উপস্থিত ছিলেন,জিনারদী ইউপি চেয়ারম্যান ও সাধারণ প্রার্থী প্রফেসর কামরুল ইসলাম গাজী,ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,পাঁচদোনা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি,চেয়ারম্যান জাকির হোসেন,মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত,সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান,কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন,নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু,সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। ত্রি-বাষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক জি.এম.তালেব হোসেন।প্রধান বক্তা জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী।এদিকে উপজেলা আ.লীগের সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে সম্মেলনে যোগ দান করেন।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পলাশের সাংসদ ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলিপ ৩য় বারের মতো সভাপতি ও প্রফেসর কামরুল ইসলাম গাজী পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT