নরসিংদীর রায়পুরায় ৬টি ওয়ান শুটার গান ১৩৮টি ককটেল ও শর্টগানের গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রায়পুরার মুছাপুর ইউনিয়নের তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৮টি ককটেল, ৬টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, শট গানের কার্তুজ ১১টি, ৪টি মোবাইল, ৬টি সীমকার্ড ও নগদ ৬,৫০০ টাকা উদ্ধার করা হয়। আজ বিকেলে নরসিংদী র্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো রায়পুরাার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়া এর ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২), একই এলাকার মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)।প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন জানান, নরসিংদী জেলায় সংঘটিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র্যাব-১১ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় অস্ত্রধারী ৩ সন্ত্রাসী গ্রেফতার করে।