বর্তমান সময়ে স্বপ্নবাজ একজন তরুনীর জন্য বাল্যবিবাহ অভিসাপস্বরুপ। সামাজিক কিছু অপচিন্তা দূর করে সচেতনতা সৃষ্টি করতে পারলেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব। সে লক্ষ্যে আজ ৩১ অক্টোবর স্মাইল ঘোড়াশাল শাখার উদ্যোগে “বাল্যবিবাহ রোধে পরিবারের ভূমিকা শীর্ষক সচেতনতা ও আলোচনা সভা,,, শীর্ষক ইভেন্টের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি । উদ্বোধন করেন নরসিংদী জেলা শাখা সাধারণ সম্পাদক তানজিনা শিফা । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ ও স্মাইল ঘোড়াশাল শাখা উপদেষ্টা রিনা নাসরিন ।স্মাইল ঘোড়াশাল শাখার সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এর সঞ্চালনায় ও স্মাইল ঘোড়াশাল শাখার সভাপতি খাইরুল হক এর দিকনির্দেশনায় ইভেন্ট সম্পূর্ণ হয়েছে ।এসম সকল অতিথিরা তাদের বক্তব্যে বলেন বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় কাজ করবেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে ।এসময় আরো উপস্থিত ছিলেন স্মাইল পলাশ শাখার সভাপতি রোমান , ঘোড়াশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোশাহিদ এনাম রাহুল, সাংগঠনিক সম্পাদক আরিফা আক্তার , কোষাধ্যক্ষ তারিনা আক্তার বৃষ্টি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শান্ত ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদিকা হামিদা আক্তার ,সুমি আক্তার,শান্তা ইসলাম , নাদিম মাহমুদ,সাবিকুল ইসলাম ,পর্ণা সরকার,মেঘলা আক্তার সহ আরো অনেকে ।ঘোড়াশাল ডাঃ নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজ এর ২০০শত শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে।এসব গত এক বছরে স্মাইল ঘোড়াশাল শাখার সেরা ৪জন ভলেন্টিয়ারকে সম্মাননা দেওয়া হবে ।