পলাশ বালুচরপাড়া মিনি হ্যান্ডবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১০ নভেম্বর বিকালে পলাশ বালুচরপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।খেলার পৃষ্ঠপোষক ও উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃআনোয়ার হোসেন আনু।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,পৌর কাউন্সিলর জুলহাস মিয়া,পৌর মহিলা কাউন্সিলর শাহানা আক্তার,খেলা পরিচালনা কমিটির সদস্য আরমান মিয়া,নূর হোসেন,পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল মিয়া,সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।
খেলায় সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সকাল সন্ধ্যা ফুটবল একাদশ জয় লাভ করেন।বিজয়ী দলকে ফ্রিজ এবং রানার্স আপ দলকে টেলিভিশন পুরস্কার তুলে দেন ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু।