অযোগ্যর হাতে ক্ষমতা
— লোকমান হোসেন পনির
অযোগ্যরা ক্ষমতা পেলে
থাকেনা কোন হুঁশ,
টাকার জন্য অপকর্ম করে
হয়ে যায় বেহুঁশ।
ভালো মন্দ বুঝতে চায়না
শুধু ধান্দা খুজে,
রাতের আধারে তারা আাবার
মাতাল হয়ে নাচে।
লোকালয়ে এসে আবার
বলছে নীতিকথা,
সবাইকে বুঝাতে চায়
তারাই বড় নেতা।
চাটুকার করে নেতাগীরি
ক্ষমতার বড়াই করে,
দিনে দেয় বাঘের গর্জন
রাতে পায়ে ধরে।
তাদের কোনো লজ্জা নাই
নেই বংশের মান,
স্বার্থের জন্যে উঠ -বস করে
ধরে নিজের কান।