1. admin@jonogonerbani.com : admin :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস পালিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।মহান বিজয় দিবসে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের নানা কর্মসূচির সূচনা হয়।পরে উপজেলার পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অপর্ণ, দোয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ২ এর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন,ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম গাজী,উপজেলা সহকারী (ভূমি)সিলভিয়া স্নিগ্ধা,পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ শরিফুল হক,সাধারণ সম্পাদক এস এম শফি,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন,গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিমুদ্দিন রিপন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শেখর,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানজিমা পারভীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ,মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন স্কুল,মাদরাসা,কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT