1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

নরসিংদীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

নরসিংদীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ঘোড়াশাল পৌরসভার লেবুপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পলাশ উপজেলা শাখার আহবায়ক এ্যাড. ঝুটন দত্তের সভাপতিত্বে ও উপজেলা শাখার সদস্য সচিব কিরণ চন্দ্র বর্মনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তাপস পাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পা দীপ্ত বসু,নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সহ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী প্রমুখ।

সম্মেলনে সর্বস্মতিক্রমে কুমুদ রঞ্জন দেবনাথকে সভাপতি ও সজীব কুমার নন্দীকে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা শাখার এবং সুদেব রায়কে সভাপতি ও সুমন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ঘোড়াশাল পৌরসভা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষনা করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT