নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নে আল-জাফরান ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামে আল-জাফরান ফাউন্ডেশন এ ইসলামী মহা সম্মেলনের আয়োজন করেন।ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-জাফরান ফাউন্ডেশনের উপদেষ্টা ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল-জাফরান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম।
পৃষ্ঠপোষকতায় ছিলেন ডাংগা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন।সম্মেলনে সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অডিট এন্ড এ্কাউন্ড অফিসার মোঃ আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি’র ৫নং ওয়ার্ড সদস্য মোঃ সাইফুল ইসলাম রতন,ডাংগা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ডাংগা ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ লাল মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির মহাসচিব আরিফুল ইসলাম হৃদয়,সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।
সম্মেলনে তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সম্মেলনের প্রধান আলোচক কুমিল্লার সুধন্যপুর ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মুশতাকুন্নবী কাসেমী।