গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মস্তফা কামাল, উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. আবুল হাসেম ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর মো. বাদল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজু, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা।
এ সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধু যে নেতৃত্ব দিয়ে ছিলেন ইতিহাস থেকে তা মুছে ফেলা হয়েছে। যারা পাকিপ্রেমিক এখনো তারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেই চলছে। এই সব ইতিহাস বিকৃতিকারী অপশক্তিকে রুখে দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের অর্জন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ইউনেসকো একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। আমাদের সবাইকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মেহের আফরোজ চুমকি আপাকে বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গড়ার জন্যে কাজ করতে হবে।