বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে অসামান্য অবদান ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবাধিকার বিষয়ে বিশেষ অবদানের জন্য বিএইচআরপিএস একুশে সন্মাননা স্বারক পেলেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র পলাশ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম খান হল রুমে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি আয়োজনে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম এর সভাপতিত্বে,বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ (সিআইপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব পীরজাদা শহিদুল হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পার্টি’র(পিআরপি) চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস ছাত্তার,দৈনিক রুপবাণী’র সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ,দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক মোঃ মাসুদুর রহমান দিপু,দৈনিক স্বাধীন সংবাদের নির্বাহী সম্পাদক এসএম পলাশ,বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র পলাশ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু,দৈনিক সকালে সময়ের সহ সম্পাদক মোঃআবুল বাশার মজুমদার,সাপ্তাহিক পল্লী সমাচারের নির্বাহী সম্পাদক মোহাঃফেরদৌস রহমান (মিলন) প্রমুখ।