নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(১৯ মার্চ)সকাল সাড়ে ১০টায় পৌর অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন,জাহিদ হাসান ভূইয়া,জুলহাস মিয়া,শহিদুল ইসলাম রুমেল,বিল্লাল হোসেন,ইমরান হোসেন,নুরুল ইসলাম,ফরহাদ মিয়া,সারোয়ার হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,জাকিয়া সুলতানা লিজা,শাহানা আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সৈয়দ জয়নাল হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মাহবুব কবির,পৌরসভার সকল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।প্রধান অতিথি ও পৌর মেয়র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।পরে পৌরসভার পক্ষ থেকে ইমাম ও মুয়াজ্জিনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।