ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’এ প্রতিপাদ্যে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় উদযাপিত হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জনানো হয়।শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর নেতৃত্বে পৌর কাউন্সিলর, পৌরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।পুষ্পস্তবক অর্পণ শেষে পৌর এলাকার আঁটিয়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়।
এতে পৌর কাউন্সিলর ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, কেক কাটা,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।পরে আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।এরপর শিক্ষক, শিক্ষার্থী, পৌর কাউন্সিলর,পৌর কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা ও কেট কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল,সারোয়ার হোসেন,বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,জাকিয়া সুলতানা লিজা,শাহানা আক্তার ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।