নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ ও নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন এর পক্ষ থেকে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে ঘোড়াশাল পৌরবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।এ সময় উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,পৌর কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন,মোঃ শহিদুল ইসলাম রুমেল, মোঃ ইমরান হোসেন,মোঃসারোয়ার হোসেন,মোঃ বিল্লাল হোসেন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,মরিয়ম বেগম লিমা সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।পরে প্রধান অতিথি ঘোড়াশাল পৌরবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।