1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ অপরাহ্ন

পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মোঃ নাজমুল হক মণি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৩ – ২০২৪ অর্থ বছরের জন অংশ গ্রহনমূলক উন্মুক্ত বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (,২৩ মে)সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সাবের উল হাই।

ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৪ শত ৯০ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৪ শত ৬৭ টাকা ও উদ্বৃত্ত তহবিল ধরা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ২৩ টাকা।বাজেটে গ্রামীন অবকাঠামো,যোগাযোগ,শিক্ষা, স্বাস্থ্য,বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ, খেলাধুলা,কৃষি, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।এ সময় উপস্থিত ছিলেন ডাংগা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,ডাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জসিম রাণা,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী,বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন দুলাল, ইউপি সদস্য শহিদুল ইসলাম বাদল,সাইফুল ইসলাম রতন,রেজাউল করিম টিটু,আবুল বাশার খাঁন,আবদুল আজিজ লাল মিয়া,আফজাল হোসেন, মোঃ সালাউদ্দিন ইউনিয়ন সহকারী হিসাব রক্ষক মোঃ রাসেল মিয়া।আরো উপস্থিত ছিলেন ইমাম, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী,চিকিৎসক সহ স্হানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পেশা শ্রেণি লোকজন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT