1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

এসএসসি-৮৯ বন্ধুদের ঝিকরগাছায় মিলন মেলার আড্ডা

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

এসএসসি ১৯৮৯ বন্ধুদের নিয়ে নানা আয়োজনে যশোরের ঝিকরগাছায় র‌্যালী, আড্ডা ও প্রীতি ভোজের মধ্য দিয়ে মিলন মেলার অড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের (০৭ জুলাই) সারাদিন ব্যাপী রেল স্টেশন রোডের সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস প্রাঙ্গণে থেকে সকল বন্ধুদের নিয়ে সকালে একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালী শেষে সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমস প্রাঙ্গণে সকল বন্ধুদের অংশগ্রহণের মাধ্যমে সারাদিন ব্যাপী চলতে থাকে আড্ডা। ঈদের আনন্দ ভাগাভাগী করতে বন্ধুদের নিয়ে এক জমকালো আয়োজন করেছে উপজেলার ১৯৮৯ সালের শিক্ষার্থী ব্যাচের বন্ধুদের স্মার্টফোনের ফ্রেমে একসাথে মিলে চলে সেলফি উৎসব। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন, উপজেলার ১৯৮৯ সালের শিক্ষার্থী বন্ধু আড্ডা গ্রুপের এ্যাডমিন মাসুমা মিম, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, আনারুল ইসলাম, নরুল আমিন মুকুল, আরমিন জাহান, সাগর, মিজানুর রহমান, খাদিজা, মনি, রাজিব, আজম, রফিকুল, জাফর, আনোয়ার, ইকবল, বিমল সহ যশোর, ঢাকা, চিটাগং, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী থেকে সর্বমোট ১৫০জন বন্ধু উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৯৮৯ সালের শিক্ষার্থী বন্ধু আড্ডা গ্রুপের এ্যাডমিন মাসুমা মিম বলেন, ঈদের ৯ম দিন আমরা ঈদ পুনর্মিলনী আড্ডা উদযাপন অনুষ্ঠান করছি। অনেক বন্ধুদের সাথে আমাদের প্রায় এক যুগের উপর দেখা হয় না, তাই আমরা কিছু বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করেছি। ঈদের পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, কোলাকুলি, আড্ডা, হাসি-তামাশা, আনন্দ, সবচেয়ে আনন্দের বিষয় হবে মানুষ গড়ার কারিগর হয়ে আমাদের অনেক বন্ধুরা দীর্ঘদিন পর দেখতে পাওয়া, তাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার মজাই আলাদা।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT