বৃহস্পতিবার (২৭ জুলাই ) দুপুরে নরসিংদীর পলাশ থানা ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম।
পরিদর্শনকালে পুলিশ সদস্যদের খোঁজ নেন এবং সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল কে.এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস মোঃ জহিরুল ইসলাম, পলাশ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াছ, পলাশ থানা (ওসি তদন্ত) মোঃ এমদাদুল হক, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মোঃ ইলিয়াস হোসেন।