নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তার কাজ শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল এগারোটায় উপজেলার চরসিন্দুর ইউনিয়নে নরসিংদী এলজিইডি স্হানীয় সরকার অধিদপ্তর বাস্তবায়নে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চরসিন্দুর ইউপি জামতলা বাজার ভায়া চলনা সড়ক মেরামত (চেই: ০০মিঃ – ৫১৫ মিঃ) রাস্তার কাজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।এ সময় প্রধান অতিথি রাস্তার কাজ শুভ উদ্বোধন করেন।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন রতন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম রাজন, ইউপি সদস্য সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।