বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম।
এসময় তিনি ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে একটি পলাশ ফুলের চারা রোপণ করেন।
পরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,মহিলা বিষয়ক কর্মকর্তা শর্মিলা সাঈদ মৌরী,জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আজহার খন্দকার,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এন নাঈম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস।
ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী নয়ন,ডাংগা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজাহান, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম টিটু,শহিদুল ইসলাম বাদল,সাইফুল ইসলাম রতন,আবুল বাশার খাঁন,বেলায়েত হোসেন,আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কামাল হোসেন মেম্বার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্হানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।