নরসিংদীর সদর থানা ও শিলমান্দী ইউনিয়নের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বিকালে শেকেরচর শিলমান্দী আওয়ামীলীগের কার্যালয়ে শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল বারিকের সভাপতিত্বে ও শিলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান প্রধানের সঞ্চালনায়,
এসময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, কার্য নিবার্হী সদস্য আবুল তালেব,আবুল কাশেম, হাজী মোঃ জিয়া উদ্দিন,এ.কে ফজলুল হক,জাহাঙ্গীর আলম,সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম মিয়া, সহ-সভাপতি শরীফ মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ খোকন প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আক্কেল আলী,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল সহ স্হানীয় আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দ।