নরসিংদীর পলাশ উপজেলায় নিরাপদ খাদ্য ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করণের উদ্দেশ্যে বসত বাড়ির আঙ্গিনায় সবজি বাগান স্থাপন বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু নাদির শাহাব উদ্দীন আহমদ সিদ্দিকী প্রমুখ। ১৯,২২,২৩, ও ২৪ মে উপজেলা কৃষি প্রশিহ্মন কেন্দ্র
উপজেলা কৃষি আফিসের বাস্তবায়নে ৪ দিন ব্যাপি মোট ১২০ জন প্রশিক্ষণ নিবেন।উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী ( জাইকা) এর সহায়তায় প্রশিক্ষণ করা হয়।