1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

নরসিংদীতে আনসার ভিডিপি’র সদস্যদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃনজরুল ইসলাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ মে, ২০২২

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ ২০২২ এ নরসিংদী জেলার প্রশংসনীয় কাজের জন্য পদকপ্রাপ্ত ০৫জন এবং পুরস্কারপ্রাপ্ত ০৪জন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা,নেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ২২মে রবিবার সকালে নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় হল রুমে। উক্ত দলনেতা ও দলনেত্রীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন সেলিম, সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আমির হামজাহ, প্রশিক্ষক লতিফা আক্তার, সঞ্জয় দাস। অনুষ্ঠানে পদক ও পুরস্কার প্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যাক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বাহিনীর সকলের উদ্দেশ্যে বলেন আপনারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন। আপনাদের ভালো কাজের ফল একদিন পাবেনই। আমরা ভালো কাজ করলে বর্তমান বাংলাদেশ সরকারের হাত আরো শক্তিশালী হবে। বক্তব্য শেষে প্রধান অতিথি পদক প্রাপ্ত ও পুরস্কার প্রাপ্ত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে, বাহিনীতে বিভিন্ন সময়ে বীরত্বপূর্ণ ও সামাজ সেবা এবং অসম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব সাহসীকতা পদকে ভূষিত হয় নরসিংদী সদর উপজেলার নরসিংদী পৌরসভার ৩নং ওয়ার্ড দলনেতা আরিফুল ইসলাম”(পিভিএম) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সাহসিকতা) পদক, মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়ন দলনেতা আশরাফুল ইসলাম (পিভিএম) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সাহসিকতা) পদক, ০৫ নং ওয়ার্ড দলনেত্রী হালিমা আক্তার (বি ভিএম এস) বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক , রায়পুরা উপজেলার দলনেত্রী আমেনা আক্তার(পি ভি এম এস) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক , খাদিজা বেগম (পি ভি এম এস) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক ও নামিয় উপাধিতে ভূষিত হয়েছেন। যা এই বাহিনীর সর্বোচ্চ সম্মান। এছাড়া নরসিংদী সদর উপজেলার ৪ জন দলনেতা সমাবেশ ঢাকা রেঞ্জ স্বর্ণ পদকে ভূষিত হন, নরসিংদী পৌরসভার ২নং ওয়ার্ড দলনেতা ইয়াছিন ভূঁইয়া”(স্বর্ণ পদক), ৫নং ওয়ার্ড দলনেতা কাজী মঈনউদ্দিন”(স্বর্ণ পদক), ৮নং ওয়ার্ড দলনেতা মেহেদী হাসান রিপন”(স্বর্ণ পদক), করিমপুর ইউনিয়ন দলনেতা ছবির হাসান”(স্বর্ণ পদক), তারা একজন সৎ , দক্ষ , মেধাবী ও সাহসী সৈনিক, সমাজ সেবক , মানবীক , জেলা প্রশাসকের কুইক রেসপন্স টিমের সদস্য ও সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে পরিচিত, করোনাকালীন সময়ে আক্রান্ত ব্যক্তি মৃতদেহ সৎকার জানাযা ও দাফনে সরাসরি অংশগ্রহণ করেন। তাছাড়া সামাজিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং তাদের কার্যক্রম বিবেচনা করে রাষ্ট্রীয় পদক ও ঢাকা রেঞ্জ স্বর্ণ পদকে ভূষিত করেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT