1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

নোয়াখালীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃনুরুজ্জামান শেখ
  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীতে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি পৌর কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দার। মূখ্য আলোচক ছিলেন শিশু মনোবিজ্ঞানী এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তিনি তার বক্তব্যে বলেন আমাদের ফাউন্ডেশনটি সারা দেশ জুড়ে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে নানান ধরনের কর্মসূচি পালন করে আসছে, যেমন শিশুদের জন্য ক্যম্পেইন কাউন্সিলিং স্কুলিং প্যারেন্টিং র‍্যালি সভা-সমাবেশ আলোচনাসভা সহ অন্যান্য সচেতনতামুলক অনুষ্ঠান করে আসছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতেও আপন চাইন্ড হোমকেয়ার ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁথি নুর জাহান নীলা, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, প্রতিষ্ঠানের উপদেষ্টা খাতিজা খাতুন, সাংবাদিক জামাল হোসেন বিষাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার বলেন, টেকশই উন্নয়ন লক্ষমাত্রা ও স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে হলে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগুতে হবে। নোয়াখালী জেলায় সমাজ সেবা বিভাগ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকেও এ কাজে আরও এগিয়ে আসতে হবে।
আলোচনা শেষে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও শিশুবিকাশ ফাউন্ডেশন পরিচালিত চাইল্ডহোমের শিশুরা।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT