শুক্রবার (১৩ আগস্ট) বিকাল ৪টাই ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মমিনুল হক কাঞ্চন। খেলায় সভাপতিত্ব করেন, ইঞ্জিনিয়ার নুরুল হক চৌধুরী।
খেলায় অংশগ্রহণ করেন কাপাসিয়া বনাম শ্রীপুর। কাপাসিয়ার কামাল দর্জি ফুটবল দল বনাম বামন গাঁও যুব সংঘ শ্রীপুর। বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও বামন গাঁও যুব সংঘের সভাপতি মেজবাউদ্দিন সরকারের দল। কাপাসিয়া কামাল দর্জির দল শূন্য বামনগাঁও যুব সংঘ এক গোলে বিজয় হন। বিজয় দলকে পঞ্চাশ হাজার টাকা,এবং পরাজিত দলকে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। জাঁকজমকপূর্ণভাবে শতশত দর্শক খেলার টি উপভোগ করেন