1. admin@jonogonerbani.com : admin :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরের হাট বাজারগুলোতে কাঁচামালের দাম ঊর্ধ্বগতি

বাবুল মিয়া বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে হাট-বাজারগুলোতে সকল প্রকার কাঁচা সবজির দাম বেড়েছে যা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

১৮অক্টোবর ( বুধবার) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা, শ্রীপুর বাজার, কেওয়া, কাওরাইদ ও গোসিংগা এলাকায় ঘুরে দেখা যায়, কাঁচা সবজির বাড়তি দামে বিক্রি করতে দেখা যাচ্ছে দোকানদারদের।

উপজেলার তেলিহাটি থেকে আসা জালাল মিয়া জানান , মাওনা চৌরাস্তায় কাঁচা সবজি কিনতে এসে সবজি ব্যবসায়ীরা দাম বেশি রাখায় অনেক সবজি না কিনে তিনি ফিরে গেছেন বাড়িতে ।

সপ্তাহখানেক আগে এখানে কাঁচা সবজির প্রতিটি কেজির দাম ছিল বেগুন ৪০টাকা থেকে বেড়ে ৬০ টাকা কেজি , করোলা ৬০-১০০টাকা, আলু ৫০-৮০ টাকা, ঢেঁড়স ৩০-৭০টাকা, টমেটো ১০০-১২০টাকা ,কাকরোল ৪০-৭০টাকা, লাল শাক ৩০-৬০টাকা, পটল ৪০-৬০টাকা, পেঁপে ২০-৪৫টাকা, শিম ১২০-১৫০টাকা, পুঁইশাক ৩০-৫০টাকা।মাওনা চৌরাস্তা কাঁচাবাজার ব্যবসায়ী আল আমিন জানান, আড়ৎ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাই প্রতিটি সবজির দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

মাওনা চৌরাস্তার কাঁচা মাল ব্যবসায়ী রাসেল মিয়া জানান ,কৃষক পর্যায়ে উৎপাদন কম হওয়ায় সবজির দাম বেশি হওয়ার একমাত্র কারণ যার দরুন আমাদেরকে কাঁচা সবজি দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।

মাওনা চৌরাস্তার কাঁচা মাল ব্যবসায়ী বুরহান মিয়া জানান , আমরা বেশি দাম দিয়ে সবজি ক্রয় করি পাইকারি আড়তদারদের কাছ থেকে তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসন যদি বাজার মনিটরিং না করে তাহলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ গুলো এত দাম দিয়ে কিনে কাঁচা সবজি খাওয়া সম্ভব হবে না, অতি জরুরী কাঁচা বাজার মনিটরিং করার প্রয়োজন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT