গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক সম্রাজ্ঞী কারিমাকে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। টঙ্গী স্টেশন রোড এলাকায় মঙ্গলবার দুপুর ১২ টার সময় মাদক ব্যবসায়ী কারীমার দেওয়া মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করা হয়।এ সময় সকল সাংবাদিক সমাজ উপস্থিত থেকে ৭২ ঘণ্টার মধ্যে মামলার প্রত্যাহারের দাবী জানায় ।টঙ্গীর ৪৬ নং ওয়ার্ড কেরানীটেক বস্তির মাদক সম্রাজ্ঞী রুনা ও কারিমা একই ফ্যামিলির সকলে মাদক ব্যবসায়ীদের নামে পরিচিত এবং তাদের নামে রয়েছে একাধিক মামলা। এরা মাদকের টাকা দিয়ে গড়ে তুলেছেন পাহাড় সমান সম্পদ তাদের রয়েছে বিভিন্ন জেলায় একাধিক বাড়ি এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বাড়ি। রুনার এসকল বিষয় নিয়ে আনন্দ টেলিভিশনে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা নিউজ প্রচার করলে তাদের সহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন । নভেম্বর মাসের ১ তারিখ গাজীপুর কোটে নাম উল্লেখ করে একটি মিথ্যে মামলা দায়ের করেন। চিন্তিত মাদক ব্যবসায়ী কারীমা ও রুনার পরিবারকে অতি দ্রুত গ্রেফতারের দাবী করেন সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে রেলি করে টঙ্গী স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গী পূর্ব থানার সামনে এসে শেষ হয় । এ মানববন্ধনের নেতৃত্ব দেন সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম। উক্ত মানব বন্ধনের সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এ সময় গাজীপুর,টঙ্গী ও উত্তরার প্রায় ১০০/১৫০ সাংবাদিক উপস্থিত ছিলেন। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো, দৈনিক যায় যায় দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি মোঃ রাজীব, দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ জাহিদ হাসান জিহাদ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ গাজী মামুন, আনন্দ টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রাজীব শেখ, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান শেখ প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বক্তব্য বলেন, যদি ৭২ ঘন্টার মধ্যে মামলা তুলে না নেওয়া হয় । তাহলে অন্যথাই আরো কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুশিয়ারি দেন।