আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ এঁর নৌকা মার্কা বিজয়ের লক্ষ্যে
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ডাংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার ভূঁইয়া,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ হোসেন সেলিম,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসাইন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৌশিক আহমেদ নয়ন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,সাধারণ সম্পাদক এস এন নাঈম,ডাংগা ইউপি ৪নং ওয়ার্ড সদস্য আঃ আজিজ লাল মিয়া,জালাল উদ্দিন মেম্বার সহ স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।