জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন প্রতিযোগীতায় মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায়, স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির সদস্য, অধ্যাপক – অধ্যাপিকা, শিক্ষক – শিক্ষিকা ও ছাত্রীরা ২৬মে বৃহস্পতিবার সকালে মাধবদী শহরে এক বিশাল আনন্দ র্যালী বের করে। র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। আরো উপস্থিত ছিলেন মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হাজী আলাউদ্দীন আল আজাদ, মাধবদী স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান ভূঞা, গভর্নিং বডির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম, গৌতম ঘোষ (কাউন্সিলার), নিরঞ্জন সাহা, মোঃ মাসুদ মিয়া, কলেজের অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ শাহ্ ফকির, সহকারী প্রধান শিক্ষক মিল্টন কুমার সাহা, হায়দার আলী(কাউন্সিলার) সহ সকল অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকা গন। র্যালী শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন অর্জিত এ সাফল্য ধরে রাখার জন্য আরো অধিক পরিশ্রম করে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির তার বক্তব্যে বলেন আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই স্কুল এন্ড কলেজে গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যার কে। যার দিকনির্দেশনায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অক্লান্তিক পরিশ্রমের ফলে আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও আমাদের এ সাফল্য ধরে রাখতে চাই। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। জেলায় শ্রেষ্ঠ ও সদর উপজেলা পর্যায়ে বাংলা রচনায় প্রথম স্থান অধিকার করে সুমাইয়া আক্তার লিজা, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে তিন্নী আক্তার, নির্ধারিত বক্তব্যে প্রথম স্থান অধিকার করে সুমাইয়া আক্তার লিজা, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরীতে কলেজ হিসেবে প্রথম স্থান অধিকার করে মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করে। সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মাধবদী গালর্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ্ ফকির প্রথম স্থান অধিকার করে।