1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

টঙ্গীতে গাঁয়ে হলুদের রাতে কলেজ শিক্ষার্থীর ছাদ থেকে পড়ে মৃত্যু

মোঃনুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ, শুক্রবার রাতে বিয়ের কাবিন। কাবিনের আগেই ৭ তলার ছাদ থেকে পড়ে সাদিয়া আক্তার (২২) নামে মিরপুর বাংলা কলেজের অনার্সের এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী বাজার হাটের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ঢাকা জেলার নবাবগঞ্জ সদরের বাসিন্দা আবুল বাশারের মেয়ে। সে ওই এলাকার জনৈক সায়িদ হাজীর বাড়ির ভাড়া বাসায় পরিবারের সাথে বাস করতো।
স্থানীয় সূত্র জানায়, সাদিয়া ঢাকার মিরপুর বাংলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার গায়ে হলুদ ছিল। শুক্রবার রাতে কাবিন হওয়ার কথা। এই অবস্থায় আজ শুক্রবার বিকেলে বাড়ির সাত তলার ছাদ থেকে পড়ে সাদিয়া মারা যায়।সাদিয়ার মা তাহমিনা আক্তার কলি গণমাধ্যম ও পুলিশকে জানায়, সাদিয়া মৃত্যুর আগেই তার মোবাইলটি ভেঙ্গে ফেলেছে।সাদিয়ার বাবা আবুল বাশার জানান, গতকাল (বৃহস্পতিবার) সাদিয়ার গায়ে হলুদ ছিল। আজ (শুক্রবার) কাবিন হওয়ার কথা। মেয়েটি কেন এমন করলো জানিনা।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন লাশ উদ্ধার করে। মেয়ের বাবা আবুল বাশারের বরাত দিয়ে তিনি জানান, সাত তলার ছাদে খেলতে গিয়ে অসাবধানতা বশত নীচে পড়ে গিয়ে তার মেয়ে মারা গেছে বলে প্রথমত আমাকে জানানো হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT