নরসিংদী পলাশের ডাংগায় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আব্দুল মুকিত খাঁ ও ফয়জুন্নেছা খানম এম্বুলেন্স এর চাবি হস্তান্তর ও শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডাংগা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুকারিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পলাশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল হক, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, ড. আব্দুল মোক্তাদির ( চেয়ারম্যান, ইনসাপ্টা), আক্তার জাহান হাসিনন মুক্তাদির ( ভাইস চেয়ারম্যান, ইনসাপ্টা), প্রফেসার ডাঃ এম মাকসুমুল হক (হেড অফ দ্যা ডিপার্টমেন্ট অব কার্ডিওলজি, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল), ফজলে রাব্বি বিপ্লব ( নির্বাহী পরিচালক, প্রাণ আরএফএল, পলাশ),
জেলা আ.লীগের সদস্য আজাহার খন্দকার,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা আ.লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,ডাংগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম,ডাংগা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাদল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,সাধারণ সম্পাদক এস এন নাঈম।
আব্দুল মুকিত খাঁ ও ফয়জুন্নেছা খানম এম্বুলেন্স এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্টস দিয়ে বরণ করে নেয়া হয়। উপস্থিত প্রধান অতিথির বক্তব্য শেষে এম্বুলেন্স এর চাবি হস্তান্তর ও শুভ উদ্বোধন ঘোষণা করে মোনাজাত করা হয়।