পলাশের ডাংগায় গ্রীনলীফ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনের মহাসচিব ও জেলা আ.লীগের সদস্য আজহার খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরিফুল হক। উদ্বোধক ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ হোসেন সেলিম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসাইন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম নাদিম,যুবলীগ নেতা আলামিন হোসেন।উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাতাব আকন্দ,সদস্য বাদল সরকার,সুমন, দেলোয়ার হোসেন ও বাবুল মিয়া। বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রী।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমান।