নরসিংদীর পলাশের ঘোড়াশাল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায়, উপজেলার সব রেকর্ড ভেঙে এই প্রথম শান্তিপূর্ণ ভাবে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতি ইতিহাস গড়লেন।
রবিবার (৮ মার্চ) বিকালে ঘোড়াশাল পৌর ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ২(পলাশ)আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান ও আবু হাসান চৌধুরী প্রিন্সসহ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর এবং স্হানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন পৌর কাউন্সিলর ইমরান হোসেন।
মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় ১-০ গোলে নেহাব ফুটবল ক্লাবকে পরাজিত করে পাঁচদোনা বন্ধুমহল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।