নরসিংদীর পলাশে আলীরটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলীরটেক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শরাফত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র মোঃ শরিফুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,ঘোড়াশাল পৌর কাউন্সিলর নূরুল ইসলাম,মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম লিমা,যুবলীগ নেতা নাদিম মোস্তফা প্রমুখ।