নরসিংদীর পলাশসহ তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদে অতিষ্ঠ সারা দেশের জনজীবন। গত কয়েক দিন ধরেই দেশব্যাপী ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার। এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকার’ আদায় করেছেন পলাশের বিভিন্ন বয়সের মুসল্লিরা।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে শতাধিক মুসল্লি সমবেত হয়ে বিশেষ নামাজে অংশগ্রহন করেন। এই নামাজে ইমামতি করেন মাওলানা মাসুদ করিম। পরে ১১টার দিকে করতেতৈল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও মুসল্লিদের উদ্যোগে বিশেষ নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মোহাম্মদ নাঈম।
এ সময় মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন।