ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নরসিংদীর পলাশে আবারও চেয়ারম্যান পদে সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তার বিজয়ী হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে স্ব-স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। পরে রাতে উপজেলা পরিষদে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম।
ঘোষিত ফলাফল অনুযায়ী,পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে ৩১ হাজার ৩৪৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার ২ বারের সাবেক মেয়র মোঃ শরীফুল হক দোয়াত কলমে পেয়েছেন ৩০ হাজার ৯৭৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কারীউল্লাহ সরকার (বই) প্রতীকে ২৮ হাজার ৬৮৩ ভোট। তার নিকটতম সাইফুল ইসলাম গাজী (চশমা) পেয়েছেন ১৯ হাজার ৮৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো সেলিনা বেগম (কলস) প্রতীকে ৩৫ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম নাসিমা সুলতানা (হাঁস) পেয়েছেন ২৬ হাজার ৬৬১ ভোট।
উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৩৫.৯৩ শতাংশ।
নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি,আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুরো উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকার কারণে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ভোটগ্রহণ। তুলনামূলক ভোটার উপস্থিতি কম হলেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।