নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় ডাংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ডাংগা ইউপি চেয়ারম্যান মোঃ সাবের উল হাই ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ডাংগা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৬১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে মোট ৫ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৫৭৯ টাকা ও উদ্ধৃত্ত রয়েছে ৪ লাখ ৯৩ হাজার ০৪০ টাকা।
ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি মোঃ সাবের উল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।
ডাংগা ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য) শহিদুল ইসলাম বাদল,
জেলা আ.লীগের সদস্য আজহার খন্দকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম বাবুল,আবদুস ছালাম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাওসার ভূইয়া, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা, সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী, ইউপি সদস্যসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।