নরসিংদীর মাধবদীতে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে নৃশংস হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় শত শত জনতা। বুধবার (৫ জুন) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মাহবুবুল হাসান সংগ্রাম পরিষদের আয়োজনে মাধবদী পাঁচদোনা বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভা শেষে বিক্ষোভে অংশগ্রহণ করা হাজার হাজার বিক্ষোব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দুই পাশের যানজটের সৃষ্টি হয়।
পরে নেতৃবৃন্দ ও পুলিশের সহযোগিতায় উত্তেজিত জনতা মহাসড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইশরাক হোসেন মনির ভূইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই মোঃ হাফিজুল হাসান, মাধবদী শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন ভূইয়া রিপন, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালিব মিয়া, নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া, চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ সহ স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা থেকে মাহাবুবুল হাসানকে হত্যার পরিকল্পনাকারীদের খুজে বের করা সহ মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাসির দাবি জানানো হয়। প্রতিবাদ সভা শেষে পাঁচদোনা বাজার থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পাঁচদোনায় মোড় হয়ে বিক্ষোভ মিছিল করে সভাস্থল এসে শেষ হয় এই কর্মসূচী।
উল্লেখ্য: গত ২৮ মে রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় দুর্বৃত্তরা নৃশংস ভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে মাহবুবুল হাসান মাহাবুবকে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়েছেন। নিহত মাহবুবুল হাসান ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে। মাহবুব হাসান মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।