নাজমুল হক মণি:বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুন) বিকাল ৪টায় পলাশ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পলাশ বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দলীয় নেতাকর্মী নিয়ে কেক কাটেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র শরীফুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই, গজারিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,আমদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু,পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ,উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান সহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ।