নরসিংদী জেলা দলিল লেখক সমিতির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নব কমিটির এ শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ দলিল লেখক সমিতির ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভূঁইয়া।
নরসিংদী ভেলানগর সদর উপজেলা কমিটির নিজ কার্যালয়ে নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল হুদা মুকুল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব বদরুজ্জামান বকুল ,সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন নানু , উপদেষ্টা মাসুদ পারভেজ , দলিল লেখক ও চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন , সাবেক নরসিংদী জেলা কমিটির আহবায়ক জহুরুল ইসলাম , জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ , নরসিংদী জেলা মহাফেজ খানার সেক্রেটারি হুমায়ুন কবির , এছাড়া ও পলাশ রায়পুরা মনোহরদী শিবপুর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সভাপতি সেক্রেটারিগণ বক্তব্য রাখছেন ,শপথ বাক্য পাঠ করান আলহাজ্ব মোঃ নুর আলম ভূইয়া , এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি হাজী মোহাম্মদ আহসান হাবিব রোমান এ সময় বক্তারা বাংলাদেশ সরকারের করা নতুন ভূমি আইন কে সাধুবাদ জানান এবং কিছু আইনের কিছু সংস্করণ সহ দলিল লেখকদের সুবিধা আদায়ের সরকার আরো উদ্যোগ গ্রহণ করবে এমন আহ্বান জানান।