1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

মো:নুরুজ্জামান শেখ:গাজীপুর মহানগর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

কোটাবিরোধী আন্দোলনে গুলি ছুড়ে ও পিটিয়ে গাজীপুরের টঙ্গীতে নয়ন হোসেন (১৮) নামে এক যুবককে গুরুতর আহত করার অভিযোগে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও টঙ্গীর সাবেক পৌর মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতি সহ সহ ১৭৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় সনাক্ত আসামী ৭৯ জন ও অজ্ঞাতনামা আসামী ৯০/১০০ জন।

মঙ্গলবার (২০ আগস্ট) ভুক্তভোগির বাবা জাকির হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌর সভার সাবেক মেয়র আজমত উল্লা খান (৬৫), গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতি (৬০), তার ভাই নুরুল ইসলাম (৫৫), টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল (৪৪), গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমার সরকার বাবু (৪০), গাজীপুর মহানগর মৎস্যজীবি লীগের সভাপতি আসাদুল কবির (৫৫), মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন (৫৫), গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজন (৪৫), মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকার (৪৫), মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম (৪৮), গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা (৪০), আমির হামজা (৩৩), আমজাদ হোসেন (৪৫), নুরুল ইসলাম নুরু (৪৫ গিয়াস উদ্দিন সরকার (৫৫), মাজহারুল ইসলাম দিপু (৪৫), হেলাল উদ্দিন (৬০), সাবেক কাউন্সিলর সেলিম মিয়া (৫০), ইসমাইল হোসেন বাবু (৬০), আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ বিপ্লব (৪০), আলী আফজাল খান দুলু (৬০), কামরুজ্জামান জামান (৪৮), খালেদ সাইফুল্লা সেলিম (৪৩), ফয়েজ আহম্মেদ মিন্টু (৪৫). আজাহার উদ্দিন ব্যাপারী (৫০), আব্দুস কুদ্দুস পাঠান (৫৮), মতিউর রহমান ওরফে বি.কম মতি (৬৫), কুদ্দুস নেতা (৬০), যুবলীগ নেতা জলিল গাজী (৫৫), ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয় (৩৫), রেজাউল করিম (৩৫), হুমায়ুন কবির বাপ্পি (৩০), কাজী মঞ্জুর (৩৫), দ্বীন মোহাম্মদ নীরব (৩২), শাহজাদা সেলিম লিটন (৪০), স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিল্লাল হোসেন (৪৫), মামুনুর রশিদ মোল্লা (৪০), সাইদুল হক প্রধান লিটন (৪৫), সজল সরকার (২৮), সাইদুল মৃধা (৪০), নুর মোহাম্মদ মামুন (৪৮), মটর শ্রমিক লীগের সাবেক নেতা ওমর ফারুক (৬০) সহ অজ্ঞাতনামা ৯০/১০০ জন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT