1. admin@jonogonerbani.com : admin :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মোঃখায়রুল ইসলাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ মে, ২০২২

নরসিংদীতে মেঘনা নদী থেকে আবদুল্লাহ (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। রবিবার বিকাল ৩ টার দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীর শেখ হাসিনা সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।সে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার বিল্লাল খন্দকারের ছেলে ও সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে জানায় স্বজনরা।নিহতের পরিবারের লোকজন জানায়, রবিবার বিদ্যালয়ে যায়নি আবদুল্লাহ। সকালে কোচিং থেকে এসে বেলা ১১ টার দিকে শহরের সাটিরপাড়া এলাকায় নরসিংদী প্লাজায় পিতার কাপড়ের দোকানে যায়। সেখান থেকে বন্ধুদের সঙ্গে শেখ হাসিনা সেতু এলাকায় ঘুরতে যায়। পরে তাদের সাথে গোসল করতে নদীতে নেমে তলিয়ে যায়। পরে উপস্থিত লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার পর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT