1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

মহানবী (সা.) কে কটূক্তি করায় নরসিংদীর পলাশে প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নাজমুল হক মণি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে রবিবার (৬ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশের ঘোড়াশালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘোড়াশালের ঘোড়া চত্বরে পলাশ উপজেলার ধর্মপ্রাণ মুসলমান ও ছাত্র জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।হাফিজ মামুনুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আল্লামা সেলিম হোসাইন ,মুহম্মদ মুমিনুর রহমান কাজল,মুহম্মদ তাহের খান,হাফিজ আরিফ হোসাইন প্রমুখ।সভায় কুরআন পাঠ করেন হাফিজ আবুল বাশার খান।প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক সভায় রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করেন । এতে রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দিয়েছেন।এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের উপর চালানোর হুমকিও দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমরা আখেরী নবীর হযরত মুহম্মদ(সা.) উম্মত। তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়।উনার পবিত্র শানে বিন্দু থেকে বিন্দুতম বেয়াদবী আমরা মেনে নেব না।পৃথিবীর যে প্রান্তেই সে কটূক্তিকারী থাকুক,তারএকমাত্র শাস্তি মৃত্যুদন্ড।আমাদের দাবি বাংলাদেশ সরকার যেন ভারত সরকারকে চাপ দিয়ে রামগিরিকে দ্রুত গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT