নাজমুল হক মণি:নরসিংদীর-২ (পলাশ) নির্বাচনী এলাকার পাঁচদোনা ইউনিয়নে ১৫ বছর পর প্রকাশ্যে সভা করলো পাঁচদোনা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া বাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্দেশনায় ইউনিয়ন যুবদলের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী’র সভাপতিত্বে ও সহ সভাপতি সাত্তার সরকার শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল হক রাসেল।
এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মাসুদ আলাল, থানা যুব নেতা আমজাদ হোসেন,যুব নেতা রিয়াদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল হক মেম্বারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।
বক্তারা আরও বলেন, এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তির ও তারেক রহমান ও ড. আব্দুল মঈন খানের দীর্ঘায়ু-সুস্বাস্থ্যের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে স্হানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের মাঝে তবারত বিতরণ করা হয়।