1. admin@jonogonerbani.com : admin :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ,ধর্মান্ধ না- ড. মঈন খান পলাশের ডাংগায় এক রাতেই আট দোকানে দুর্ধর্ষ চুরি পলাশ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ফুলের নামের পলাশে প্রতিটি মানুষ মিলেমিশে শান্তিতে থাকবে :ড.মঈন খান আ.লীগ নেতা ও ছাত্র হত্যা মামলার আসামী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাংলাদেশ প্রেসক্লাব শ্রীপুর উপজেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পলাশে শীতের সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান দেশের উন্নয়নে সারাটা জীবন উৎসর্গ করেছেন মোমেন খান :ড. মাহরীন খান ১৫ বছরে শিক্ষার্থীদের অনেক ভুল শিক্ষা দেওয়া হয়েছে :ড. মঈন খান

পলাশের ডাংগায় এক রাতেই আট দোকানে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

নাজমুল হক মণি:নরসিংদীর পলাশে এক রাতে ৮ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী বাজার ও পাশে থাকা পেপার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

চুরির হওয়া ৮ দোকানের মধ্যে মাসুদ মাস্টার, এনাম, আক্কাছ আলী, মোতালেব ও মোবারকের মালিকানাধীন চারটি দোকান মালিকের নাম পাওয়া গেলেও বাকি চারটি দোকানের মালিকের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ ও দোকান মালিকরা জানান, সোমবার রাত বরোটা থেকে একটার টার ভিতরে চোর চক্র ফুলেশ্বরী বাজারের মাসুদ মাস্টার, এনাম মিয়া, আক্কাছ আলী, মোবারক, মোতালেব ও পাশের পেপার মিল এলাকার আরও তিন দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ল্যাবটপ, পানি সেচের বড় দুটি পাম্প ও নগদ টাকাসহ মুদি দোকানে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

ফুলেশ্বরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মো: বোরহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় জানানো হয়েছে। এভাবে আট দোকানে এক রাতে চুরি হওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাজারের নিরাপত্তা চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT