ডেস্ক রিপোর্ট : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসের কারণে এ বছর সংখিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।
পরীক্ষার ফলাফলে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.০৮।
ঢাকায় পাসের হার ৯০.১২, চট্টগ্রামে পাসের হার ৯১.১২, সিলেটে পাসের হার ৯৬.৭৮, বরিশালে পাসের হার ৯০.১৯, কুমিল্লায় পাসের হার ৯৬.২৭, যশোরে পাসের হার ৯৩.০৯, দিনাজপুরে পাসের হার ৯৪.৮০, ময়মনসিংহে পাসের হার ৯৭.৫২, কারিগরিতে পাসের হার ৮৮.৪৯ ও দাখিলে পাসের হার ৯৩.২২ শতাংশ।